সিএসইতে প্রোগ্রামিং শেখার আসলে কতটা গুরুত্বপূর্ণ? কেউ যখন ভার্সিটিতে সিএসই তে ভর্তি হয়, তখন একেকজন একেক স্বপ্ন বা লক্ষ্য নিয়ে ভর্তি হয়। কেউ হয়ত চায় পড়াশুনা শেষ করে দেশের কোনো একটা সফটওয়ার কম্পানিতে জব করবে, এসির মধ্যে বসে ৯-৫টা অফিস করবে, লাইফ স্যাটেল্ড। কারো আবার লক্ষ্য থাকে টপ টেক জায়েন্ট এর মত কম্পানীতে জব করবে। […]
More Details